ছবি: সংগৃহীত

তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৬ রান। হাতে ছিল দশ উইকেট। অঙ্কের হিসেবে সমীকরণটা সহজ মনে হলেও ইন্দোরের উইকেট বলে একটা শঙ্কা নিশ্চয়ই ছিল অজিদের মনে। তবে সেটা উড়ে গেছে ট্রাভিস হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে। তার অপরাজিত ৪৯ রানের সুবাদে মাত্র ১৮ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

এই জয়ে দীর্ঘ ছয় বছর পর ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পেল অস্ট্রেলিয়া। এরফলে সিরিজেও ব্যবধান কমিয়েছে তারা। পাশাপাশি সিরিজে টিকে রইলো অজিরা। ৫৫ টেস্ট খেলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এটি ১৪তম জয়। 

৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। কোনো রান না করেই সাজঘরে ফেরেন উসমান খাজা। এই অভিজ্ঞ ওপেনারকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন।

এমন শুরুর পর হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতের সমর্থকেরা। কিন্তু দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। তাদের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে অজিরা। ৪৯ রানে অপরাজিত ছিলেন হেড। আর ল্যাবুশেনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ রান। 

এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ১৯৭ রান। হাঁফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা।

এরপর দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয় ভারত। যেখানে অজিদের হয়ে নাথান লায়ন একাই ৮ উইকেটে শিকার করেছেন। সবমিলিয়ে ম্যাচে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার। 

এইচজেএস