নতুনদের সুযোগ করে দিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। অবশ্য নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন এই ক্রিকেটার। 

বুধবার এক টুইটে নিজের পদত্যাগের বিষয়টি জানান বিসমাহ মারুফ। টুইটবার্তায় নিজের পদত্যাগের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান আমার কাছে কিছু নেই। আমার মনে হয়েছে এটাই পরিবর্তনের সেরা সময়। তুলনায় কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন অধিনায়ক সব সময় আমার সাহায্য ও পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব।’

অন্যদিকে, বিসমাহর সরে দাঁড়ানো প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। সে (বিসমাহ) তরুণ সতীর্থদের সুযোগ করে দিতে চায়। তবে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে সে। 

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজে ভালো ছন্দে থাকলেও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি বিসমাহ। একমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। শুধু বিশ্বকাপ নয়, গত কয়েক মাস ধরেই দেশটির নারী ক্রিকেট দলের পারফরম্যান্স বেশ সাদামাটা। ধারণা করা হচ্ছে, দলের ব্যর্থতার দায় নিয়েই সরে দাঁড়ালেন বিসমাহ। 

২০১৩ সালে প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দেন বিসমাহ। যদিও ২০১৬ সালে সানা মীরের পরিবর্তে তিনি স্থায়ীভাবে নেতৃত্ব পান। বিসমাহর নেতৃত্বে ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৭টিতে জয় পায় পাকিস্তান। এছাড়া ৩৬ ওয়ানডে খেলে জয় ১৬ ম্যাচে। তার নেতৃত্বেই ২০২২ সালে একদিনের বিশ্বকাপ খেলে পাকিস্তান। গত বছর কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন বিসমাহ।

এফআই