ছবি-সংগৃহীত

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ যেন পেন্ডুলামের মতো দুলছে। একবার বাংলাদেশের পক্ষে তো আরেকবার ইংল্যান্ডের পক্ষে। সেই দোলচলের মধ্যেই আবারো ইংলিশ শিবিরে আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। নিজের কোটার শেষ ওভারের শেষ বলে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকে ব্যক্তিগত ১৪ রানে ফিরিয়েছেন টাইগার এই স্পিনার।

সিরিজের প্রথম ওয়ানডে জিততে ইংল্যান্ডের প্রয়োজন এখনো ৩৯ রান। অন্যদিকে, বাংলাদেশের জয় পেতে প্রয়োজন আর ৩ উইকেট। এই মুহূর্তে ইংল্যান্ডের সংগ্রহ ৪১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান। ক্রিজে রয়েছেন ডেভিড মালান (৮৩) এবং আদিল রশিদ (৭)।

এর আগে দুরন্ত গতিতে খেলতে থাকা উইল জ্যাকসকেও ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ইংলিশ এই ব্যাটার ফিরে যাওয়ার আগে করেছেন ২৬ রান। ৬৫ রানে চার উইকেট হারানোর পর যখন থমকে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ঠিক তখনই ডেভিড মালানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জ্যাকস। তবে অভিষিক্ত এই ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়ে টাইগারদের খেলায় ফেরান মিরাজ।

এসএইচ/এফআই