অভিষিক্ত জ্যাকসকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন মিরাজ
বিপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া উইল জ্যাকস ক্যারিয়ারের অভিষেক ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন কে বলবে! একপ্রান্তে জমে যাওয়া ডেভিড মালানের সঙ্গে সাবধানী ব্যাটিংয়ে একটু একটু করে ব্যবধান কমাচ্ছিলেন। সেই সঙ্গে অস্বস্তি বাড়ছিল বাংলাদেশের।
তবে শেষ পর্যন্ত জ্যাকসকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ইংলিশ এই ব্যাটার ফিরে যাওয়ার আগে করেছেন ২৬ রান।
বিজ্ঞাপন
৬৫ রানে চার উইকেট হারিয়ে থমকে গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ঠিক তখনই ডেভিড মালানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জ্যাকস। তবে বিপত্তি ঘটে ইনিংসের ছাব্বিশতম ওভারে। এই ওভারেই টাইগার স্পিনার মিরাজের বলে ডিপ মিডউইকেটে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইংলিশ এই ব্যাটার। তাতেই ভেঙে যায় ৩৮ রানের এই জুটি।
এই মুহূর্তে মঈন আলিকে সঙ্গে নিয়ে লড়ে যাচ্ছেন মালান। ক্রিজে ইংলিশদের টপঅর্ডার এই ব্যাটার ব্যাট করছেন ব্যক্তিগত ৪৫ রানে। অন্যপ্রান্তে ৩ রানে অপরাজিত রয়েছেন মঈন। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন এখনো ১০৩ রান, হাতে রয়েছে ৫ উইকেট।
এসএইচ/এফআই