ফাইল ছবি

ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বল হাতে ঠিকই জ্বলে উঠলেন। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলেন মিস্টার সেভেন্টিফাইভ। প্রথম ওভারেই বল হাতে তুলে নিয়ে ফেরালেন বিধ্বংসী ইংলিশ ওপেনার জেসন রয়কে। তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬ বলে ৪ রান করেছেন রয়। 

ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্যটা বড় করা যায়নি। তবে মিরপুরের পিচ আশা দেখাচ্ছে বাংলাদেশকে। আর তাই স্পিন দিয়ে বোলিং শুরু করে স্বাগতিকরা। তবে চতুর্থ বলেই চার মেরে অভিপ্রায় পরিষ্কার করে দিলেন জেসন রয়। তবে তাকে বিপজ্জনক হওয়ার আগেই ফেরালেন সাকিব। 

বাঁহাতি স্পিনারের বল উড়িয়ে মারতে গিয়েছিলেন রয়। কিন্তু লিডিং এজ হয়ে বল উঠে যায় আকাশে। মিড অন থেকে নিজের বাম দিকে কিছুটা সরে ক্যাচ নেন তামিম ইকবাল। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১ম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা বেশ ভালোই হয়েছিল টাইগারদের। প্রথম কয়েক ওভারে কোনো উইকেটের পতন হয়নি। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাসকে বেশ সাবলীল মনে হচ্ছিল।

তবে যেমনটা মনে হয়েছিল তেমন ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের চাকা শ্লথ হয়ে যায়। শেষ দিকে তাসকিন আহমেদের ১৪ আর তাইজুলের ১০ রানে ভর করে ২শ পার করে বাংলাদেশ।  

এফআই