ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল।  যেখানে তিন নম্বরে খেলতে নেমে হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেতে ৬৭ বল খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪২ রান। ২০ রান নিয়ে উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপর প্রান্তে অপরাজিত ব্যাটার শান্তর সংগ্রহ ৫১ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল টাইগারদের। দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটেছে টাইগারদের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।

এরপর টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫১ রানে। মার্ক উডের বল ব্যাটে ফ্লিক করতে গিয়ে কোণায় লেগে স্টাম্প ভাঙে অধিনায়ক তামিম ইকবালের। এরপর একে একে আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১৭ রানে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে আউট হন। অন্যদিকে সাকিবও শান্তকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। মঈন আলীর বলে তিনি বোল্ড হয়ে ফেরার আগে করেছেন মাত্র ৮ রান। 

এরপর মাহমুদুল্লাহ রিয়াদ এসে জুটি গড়েন শান্ত’র সঙ্গে। এখন পর্যন্ত দু’জনের জুটিতে এসেছে ৩৬ রান।