ভালো পারফর্ম করেও বাদ পড়লেন লামিচানে
মামলার খড়গ থেকে সাময়িকভাবে মুক্তি পেয়েছিলেন নেপালী ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। এরপর তিনি জাতীয় দলের হয়েও খেলেছেন। তবে কলঙ্কজনক এক ঘটনায় জেল খাটার প্রভাব তার খেলায় ছিল না বললেই চলে! ৪ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে সবকটি ম্যাচেই নেপাল জয় পেয়েছে। কিন্তু এমন পারফর্ম করেও এবার দল থেকে বাদ পড়েছেন লামিচানে। কারণ, জেলমুক্তির সময় তাকে দেশের বাইরে না যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল।
আগামী সোমবার থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ত্রিদেশীয় সিরিজ। এতে নেপাল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি অংশ নেবে। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। কিন্তু দেশের বাইরে খেলার অনুমতি না থাকায় সেই স্কোয়াডে রাখা হয়নি লেগ-স্পিনার লামিচানেকে।
বিজ্ঞাপন
গত সপ্তাহে নেপালে আরেকটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। নামিবিয়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণে সেই টুর্নামেন্টে দলে ছিলেন লামিচানে। শুধু স্বাভাবিক উপস্থিতিই নয়, স্বল্প বিরতির পর ক্রিকেটে ফিরেই তিনি দলের টানা ৪ ম্যাচ জয়ে অবদান রাখেন। তবে তার সেই সময়টা সুখকর ছিল না। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা তার সঙ্গে হাত না মেলানোয় মাঠের বাইরের ঘটনা নিশ্চয়ই তাকে ভুলে থাকতে দেয়নি। যদিও দু’দেশের ক্রিকেট বোর্ড নারী নিপীড়নে জড়িত কাউকে তারা স্বাভাবিকভাবে মেনে না নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। তারপরও নিজের স্বাভাবিক খেলাই দেখিয়েছেন এই ঘূর্নি বোলার।
এর আগে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর এক কিশোরীর করা ধর্ষণ মামলায় ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে দেশে ফিরলেই গ্রেফতার করা হয় লামিচানেকে। অবশ্য ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে পরবর্তীতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। তবে চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর সিএএন তার ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। তিনি যোগ দেন সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের একাদশে।
ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাইয়ার নিশ্চিত করার লক্ষ্যে খেলা এসব লিগে সাতটি দলের মধ্যে নেপালের অবস্থান ষষ্ঠ। যদিও নিপীড়নের ঘটনায় অভিযুক্ত হওয়ার পর থেকেই দলে ছিলেন না লামিচানে। তবে চলমান এই প্রতিযোগিতায় সবমিলিয়ে নেপালের হয়ে সর্বোচ্চ ৫৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। একইসঙ্গে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকায় তার অবস্থান তিনে।
এএইচএস