টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে দল ঘোষণা শ্রীলঙ্কার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ থাকছে শ্রীলঙ্কার সামনে। চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। আর এই সিরিজে কিউইদের ২-০ ব্যবধানে হারাতে পারলে টেস্ট শিরোপা জয়ের দারুণ সুযোগ থাকবে দলটির।
লক্ষ্যে চোখে রেখে শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দিবেন দিমুথ করুণারত্নে। নিউজিল্যান্ড সফরের দলে শ্রীলঙ্কা অবশ্য একঝাক পেসারকে রেখেছে। সেই তালিকায় আছেন— লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, মিলান রথনায়েক ও বিশ্ব ফার্নান্দো।
বিজ্ঞাপন
টেস্ট সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে লঙ্কানরা। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট শুরু হবে ৯ মার্চ। আর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ মার্চ।
শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল:
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, নিশান মাদুশঙ্ক, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রথনায়েক।