মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিম ইকবালের নীল দল এবং নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন সবুজ দল। প্রথমে টসে জিতে আগে ব্যাট করে নীল দল। ৪২.৪ ওভারে ২০৫ রানে অলআউট হয় তামিমের নীল দল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইয়াসির রাব্বি। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নাজমুল শান্তর দল। কোনো রান না করেই ফেরেন তৌহিদ হ্রদয়। মাহমুদউল্লাহ রিয়াদ ৭ এবং নুরুল হাসান সোহান করেন ৫ রান। সর্বোচ্চ ২৭ রান করেছেন অধিনায়ক শান্ত। এছাড়া ১৮ রান করেন মাহমুদুল হাসান জয়। দুই অঙ্ক স্পর্শ করেন আরও দুই ব্যাটার- রিশাদ হোসেন (১১) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (১১)।  

দলীয় ১০১ রানেই সবকটি উইকেট হারায় সবুজ দল। ফলে ১০৪ রানের বড় জয় পায় নীল দল। নীল দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এবাদত হোসেন।

প্রথমে ব্যাট করতে নেমে নীল দলের শুরুটা তেমন ভালো হয়নি। ৮ বলে ২ রান করে হাসান মাহমুদের বলে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। ১৪ বলে ৮ রান করে ফেরেন জাকির হাসান। দারুণ খেলতে থাকা লিটন দাস ফিরেছেন ৩৬ রান করে। মুশফিকুর রহিম করেছেন ৬ রান। 

বড় রান পাননি আফিফ হোসেনও, ফিরেছেন ১৭ রান করে। ইয়াসির রাব্বিরর করেন ৫৮ বলে ১১ চারে ৬১ রান। তাকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ (১৯) ও আমিনুল ইসলাম বিপ্লব (২৮)।

সংক্ষিপ্ত স্কোরঃ

নীল দল- ২০৫/১০ (৪২.৪), তামিম ২, লিটন ৩৬, জাকির ৮, মুশফিক ৬, আফিফ ১৭, রাব্বি ৬১, মিরাজ ১৯, নাসুম ০, বিপ্লব ২৮, রাজা ৩, এবাদত ৮*; তানভীর ৫-০-৩৩-১, রিশাদ ৯-০-৩৪-২, হাসান ৫.৪-০-২০-৩, তাইজুল ৯-১-২৩-৪

গ্রিন দল- ১০১/১০ (২১.৩), শান্ত ২৭, জয় ১৮, মাহমুদউল্লাহ ৭, হৃদয় ০, নুরুল ৫, তাইজুল ৮, রিশাদ ১১, মৃত্যুঞ্জয় ১১, শরিফুল ৩, তানভীর ০*, হাসান ১; রাজা ৪-০-২৪-১, নাসুম ২-০-৩-২, এবাদত ৫-০-৩৭-৪, মিরাজ ৬.৩-২-১৬-৩

ফলাফলঃ নীল দল ১০৪ রানে জয়ী

এসএইচ/এনইআর