নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন একটি হলেও জয় পেতে চান এবারের বিশ্বকাপে। তবে আসরে পরপর তিন ম্যাচ হারের পর সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয় বাংলাদেশ দলের। অধিনায়ক জ্যোতি অবশ্য এরপরও জানিয়েছেন সুযোগ শেষ হয়ে যায়নি এখনও।  

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে এসে জ্যোতি বলেন, ‘পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। দল হিসেবে পারফর্ম করতে পারিনি বলেই দল ভালো করতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দুই-একটা থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে একটু কঠিন হয়ে যায় ম্যাচ জেতা।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচের বোলিংয়ে দ্বিতীয় ভাগে ভালো করতে না পারার আফসোসের কথা টেনে জ্যোতি বলেন, ‘প্রতিটি দলই টুর্নামেন্ট শুরুর আগে চেষ্টায় থাকে যেন সেমি-ফাইনালে যায়। আমাদেরও সুযোগ ছিল, যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারতাম। তাদের বিপক্ষে আমাদের জয়ের একটি সুযোগও এসেছিল। কিন্তু কোনোভাবে আমরা দ্বিতীয় ভাগে ভালো বোলিং করতে পারিনি, ভালো ফিল্ডিং করতে পারিনি। তাই ম্যাচটি আমাদের হাত থেকে চলে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, কঠিন ছিল আমাদের জন্য। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি, তবে বোলিং অনেক ভালো হয়েছে।’

জ্যোতি যোগ করেন, ‘সব মিলিয়ে আমাদের দল হিসেবে পারফরম্যান্সে ঘাটতি থেকে গেছে। এসব উইকেটে ১৩০-১৪০ রানের বেশি না করলে কঠিন হয়ে যায় ম্যাচ বের করা। তবে সবাই এরকম টুর্নামেন্ট যখন খেলতে আসে, বড় চিন্তা করেই আসে যেন সেমি-ফাইনাল খেলতে পারি। আমাদের সেটা হয়নি। ইচ্ছা থাকবে শেষ ম্যাচটিতে ভালো কিছু যেন পেতে পারি। একটি জয় নিয়ে ফেরার ইচ্ছা আছে।’

এসএইচ/এনইআর