দীর্ঘ ছয় মাস পর আবারও বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন  ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। আর তাইজুলের ফেরায় বেশ খুশি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। 

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাইজুলের প্রসঙ্গে হেরাথ বলেন, ‘আমি সবসময় তাইজুলকে অগ্রাধিকার দেই। সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। আমি ওয়ানডেতে তাইজুলের মধ্যে অনেক প্রতিভা দেখতে পাই।’  

তাইজুলকে দলে নেওয়ার সিদ্ধান্ত কোচ, নির্বাচক এবং অধিনায়কের দাবি করে তিনি বলেন, ‘বিসিবি বা নির্বাচকদের মধ্যে থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স, বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো। সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দুজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। নির্বাচকদের হয়তো তাইজুল বা নাসুমকে নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা সেরাকেই বেছে নিয়েছে।’ 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ ওয়ানডে ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন তাইজুল।

এসএইচ/এনইআর