নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের শক্তিশালী এই দুই দলের ফাইনাল দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকাল থেকেই দেখা গেছে দর্শকদের উপচেপড়া ভিড়। 

কুমিল্লা এবং সিলেট দুই দলের দর্শকই পুরো স্টেডিয়াম জুড়ে। তাতে নিশ্চিত করে বলা মুশকিল ঠিক কোন দলের দর্শক বেশি। দর্শকদের চিৎকার আর উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়াম এলাকাতেই। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে মাঠে গড়াবে নবম আসরের ফাইনাল ম্যাচ।

ফাইনালে এই দুই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং ইমরুল কায়েস। এই দুজনই বিপিএল ইতিহাসের সেরা দুই অধিনায়ক। চার শিরোপা নিয়ে মাশরাফি অনেক এগিয়ে থাকলেও কায়েসের ঝুলিতে রয়েছে ২টি শিরোপা।

এসএইচ/এনইআর