দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মুশফিকুর রহিম ব্যাট হাতে করেন ৫ বলে ৬ রান। কিন্তু ফিল্ডিংয়ের সময় মাঠে দেখা যায়নি মুশফিককে। যে কারণে সিলেট স্ট্রাইকার্সের শুরুতে উইকেটের পেছনের দায়িত্ব সামলান আকবর আলি। অবশ্য ১৮তম ওভারে এসে মাঠে ফেরেন মুশফিক। এসময়ও উইকেটরক্ষকের দায়িত্ব নেননি মুশফিক বরং দায়িত্ব পালন করলেন জাকির হাসান।

এমন পরিবর্তনে বেশ কিছু সময় ব্যয় হয় মাঠে। ওই সময়ে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান ছিল রংপুর রাইডার্সের। পরে রংপুর ম্যাচ হারে ১৯ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলটির প্রধান কোচ সোহেল ইসলাম জানালেন প্রতিপক্ষের সময় ব্যয়ে দলের মোমেন্টাম নষ্ট হয়েছে।

সোহেল বলেন, ‘ওই সময় খেলার মোমেন্টাম আমাদের দিকে ছিল, খেলার একটা ফ্লো ছিল। ওই সময় যে জাকির বের হলো এবং উইকেটরক্ষক পরিবর্তন; ওখানে মোমেন্টাম ব্রেক ডাউন হলো। এটা কিন্তু টি-টোয়েন্টিতে খুবই একটা...আমি বলব এটা একটা দলের জন্য যখন ফ্লো থাকে, ব্রেকডাউন হলে এরকম হতে পারে। আসলে সেটাই হয়েছে।’

সিলেট দল ইচ্ছে করে এমন টেকটিকস করেছে কি না জানতে চাইলে সোহেল বলেন, ‘আমি আসলে জানি না এটা টেকটিকস ছিল বা কিছু...। যেটা হয়েছে, মুশফিক প্রথম থেকে ব্যাটিং করেছে, আমি জিজ্ঞেস করেছি যারা থার্ড আম্পায়ার (আসলে চতুর্থ), তারা বলেছে যে জ্বর আসছে, সে জন্য আসলে বাইরে। আমার কথা হচ্ছে যে, জ্বর যখন আসবে; তখন কি অন্য দল এর দায়িত্ব নেবে? নিশ্চয়ই না। মাঠের ভেতর যদি ইনজুরি হয়, তাহলে যেটা নিয়ম আছে, সেটা হবে। কিন্তু যদি জ্বর আসে সেক্ষেত্রে...ওই ব্যাপারটা নিয়েই কথা হচ্ছিল। ’

সোহেল যোগ করেন, ‘মুশফিক যখন নামে, ওই সময় বেশ কিছু সময় কিন্তু চলে গেছে। এটা এক-দুই মিনিটের ব্যাপার না, অলমোস্ট প্রায় পাঁচ-ছয় মিনিটের ব্যাপার। ওই সময় আমরা বেশ ভালো অবস্থানে ছিলাম, একটা ফ্লো ছিল। ওই ফ্লো নষ্ট হয়ে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর ছিল।'

এসএইচ/এফআই