ফাইনালের আগে আরেক ফাইনালের মহারণে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে ইনিংস গোড়াপত্তন করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার শুরু থেকেই খেলছিলেন বেশ সাবলীল গতিতেই। তবে বিপত্তি বাধে ব্যক্তিগত ৪০ রানে থাকা অবস্থায় আউট হওয়ার পরই।

রংপুরের স্পিনার মেহেদী হাসানের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান শান্ত। এসময় ব্যাটে বল না লেগে সরাসরি আঘাত হানে শান্তর প্যাডে। যদিও প্রথমে অন-ফিল্ড আম্পায়ার মেহেদীর ডাকে সাড়া দেননি। তবে রিভিউ নেয় রংপুর, এরপর টিভি আম্পায়ার শান্তকে আউট দেন। এতেই মাঠে ক্ষোভে ফেটে পড়েন এই ওপেনার।

আম্পায়ারের দেওয়া সেই সিদ্ধান্তের পর মাঠে কিছুক্ষণ ধরেই অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলেন শান্ত। এক সময় শান্তকে ঠান্ডা করতে ছুটে আসেন প্রতিপক্ষ দলের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এরপর অবশ্য মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার পথেও রাগ-ক্ষোভ স্পষ্ট দেখা যায় শান্তর চোখেমুখে।

যদিও প্রথম ইনিংস শান্তর দল রংপুরকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। জয়ের জন্য এখন লড়ছে রংপুর।

এসএইচ/এফআই