চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের আগে প্রধান কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে  এখনও সহকারী কোচ নিশ্চিত হয়নি টাইগারদের। দৌড়ে সবার আগে ছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, সহকারী কোচ হিসেবে শ্রীরামকে পাওয়ার সম্ভাবনা কম।

জালাল ইউনুস তার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির শর্তে আগ্রহী নয়।’ 

নতুন সহকারী কোচ যিনি হবেন তিনি ব্যাটিং নির্ভর হবেন বলে আভাস দিয়ে জালাল ইউনুস বলেন, ‘সহকারী কোচের নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে না। সহকারী কোচ ব্যাটিং নির্ভরই হবে। ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম।’

এসিকে শ্রীরাম না ফিরলেও টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন জাতীয় দলে ফিরছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সুজন ফিরছেন নাকি অন্যকেউ জবাবে জালাল বলেন, ‘এই সিদ্ধান্ত বোর্ড থেকেই আসে। তারপরেও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব। আমার মনে হয় তারই থাকা উচিত। টিম ডিরেক্টর থাকলে তো অবশ্যই তারই থাকা উচিত।’
যদিও ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না সুজন। 

এছাড়া ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।’ 

এসএইচ/এনইআর