মিরাজের চোখে সোহান অসাধারণ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে শেষ ওভারের নাটকীয়তায় হারিয়েছে খুলনা টাইগার্স। একসময় ম্যাচটা বরিশালের ঝুলিতে থাকলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় তামিমবিহীন খুলনা একাদশ। মূলত শেষ দিকে হাবিবুর রহমান সোহানের ৯ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসেই খুলনা অনবদ্য জয় পায়।
শেষ ওভারে মেহেদী মিরাজকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন সোহান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই মিরাজই করলেন সোহানের প্রশংসা। এছাড়া খুলনার হয়ে ম্যাচটিতে চারে নেমে ৪৩ বলে অপরাজিত ৬৪ রান করেন মাহমুদুল হাসান জয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন : ‘বিপিএলের প্লে-অফ টিকিটের দাম বাড়ল’
সোহানের এমন ইনিংস তার ক্যারিয়ার বদলে দেবে বলেও বিশ্বাস মিরাজের। সোহানের প্রশংসা করতে গিয়ে মিরাজ বলেন, ‘(সোহান) অসাধারণ ব্যাটিং করেছে। বিশেষ করে, এরকম চাপের পরিস্থিতিতে ব্যাট করেছে। সে ম্যাচটিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং অবশ্যই অনেক ভালো ব্যাটিং করেছে। আর সোহান যে ব্যাটিং করেছে, অবিশ্বাস্য একটি ইনিংস খেলেছে। এমন ইনিংস ওর ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।’
পরে জয়কে নিয়েও স্তুতি প্রকাশ করেন মিরাজ, ‘দুজনকেই (সোহান ও জয়) কৃতিত্ব দিতে হয় আসলে। জয় শুরু থেকেই খুব ভালো ব্যাট করেছে। ’
এসএইচ/এএইচএস