ছুটির দিনে মিরপুরে দর্শকদের ভিড়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে সেরা দুই নিশ্চিত করণের ম্যাচে শুক্রবার মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরকারি ছুটির দিন হওয়ায় এদিন মিরপুরের গ্যালারিতে লক্ষ্য করা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। পছন্দের দলকে সমর্থন দিতে গ্যালারিতে গলা ফাটাতে এসেছেন বিভিন্ন বয়সের দর্শকরা।
বিশেষ করে কুমিল্লার ভক্তরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন প্রিয় দলকে সমর্থন যোগাতে। কুমিল্লা থেকে রাতের বাসে করে মিরপুর স্টেডিয়ামে তৌহিদ নামের এক ভক্ত এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে। জানালেন প্রিয় ক্রিকেটার লিটন দাসের প্রতি ভালোবাসা। এই দর্শকের আশা ফাইনাল ম্যাচেও জিতবে তার দল কুমিল্লা।
বিজ্ঞাপন
সংখ্যার হিসাবে মূলত কুমিল্লার ভক্তই বেশি। রংপুরের কোনো উইকেট পড়লেই গ্যালারি জুড়ে হুঙ্কার তুলছেন কুমিল্লার ভক্তরা। বাহারি রঙের জার্সির সঙ্গে অনেকে নিয়ে এসেছেন পতাকা। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের বিপিএল আসরের।
এসএইচ/এনইআর