মুগ্ধর বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল বরিশাল
পয়েন্ট টেবিলের সেরা দুই জায়গা পাকাপোক্ত করার লড়াইয়ে মুখোমুখি সেরা দুই দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ফরচুন বরিশাল সংগ্রহ করতে পেরেছে ১২১ রান।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
বিজ্ঞাপন
মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। দুই ওপেনার এনামুল বিজয় (৩) এবং ফজলে মাহমুদ (৮) ফিরেছেন দুই অঙ্কে পৌঁছার আগেই। রান পাননি অধিনায়ক সাকিব আল হাসানও। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
তবে তিনে নামা রিয়াদের ৩৬ রানের কল্যানে দলীয় রান শতরানের গণ্ডি পেরোয়।
পাকিস্তান থেকে উড়ে আসা ইফতেখার আহমেদও ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। করেছেন মোটে ৪ রান। এরপর মেহেদী মিরাজ এবং করিম জানাত জুটি গড়েন। তবে ১৭ রানে মিরাজ এবং ৩২ রানে ফিরে যান করিম। এরপর আর বলার মতো রান করতে পারেননি কোনো ব্যাটার। যে কারণে ৫ বল বাকি থাকতেই ১২১ শেষ হয় বরিশালের ইনিংস।
এসএইচ/এফআই