হারানো ফোনের খোঁজে কোহলির পোস্ট, অতঃপর...
ফোন হারানো গেছে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। সদ্য কেনা নতুন ফোন খুলে দেখার আগেই উধাও। অবশ্য এরইমধ্যে খোয়া যাওয়া ফোনের খোঁজে টুইটও করেছেন তারকা এ ব্যাটার। কেউ দেখেছে কি না টুইট করে জানতে চেয়েছেন। তবে তার এই টুইট ঘিরে রহস্যের গন্ধ পাচ্ছেন ভক্ত-সমর্থকরা।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। টেস্ট সিরিজটি ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম ইন্ডিয়া। এরমধ্যেই সামনে এলো কোহলির ফোন হারানোর খবর।
বিজ্ঞাপন
মঙ্গলবার কোহলি এক টুইট বার্তায় জানান, মোবাইলটি আনবক্সিং করার আগেই হারিয়ে গেছে। এর থেকে দুঃখের আর কী হতে পারে? কেউ কী দেখেছেন? এদিন সকাল সাড়ে দশটার দিকে টুইটটি করেন বিরাট। তবে তার এই পোস্ট দেখে অনুরাগীদের অনেকেই মনে করছেন এটি বিজ্ঞাপনী চমকও হতে পারে।
— Virat Kohli (@imVkohli) February 7, 2023
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দলে ছিলেন না কোহলি। গেল ২৪ জানুয়ারি ইন্দোরে এক দিনের ম্যাচে খেলার পর থেকে বিশ্রামে ছিলেন বিশ্বসেরা এ ক্রিকেটার। সেই সময় স্ত্রী আনুষ্কার সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন কোহলি। আনুষ্কা এবং মেয়ে ভামিকার সঙ্গে উত্তরাখণ্ডে গিয়েছিলেন তিনি।
এদিকে, ফোনটি কোথায় হারিয়েছে তা খোলাসা করেননি কোহলি। তবে ফোনটি যে একদমই নতুন সেটি জানিয়েছেন।
এফআই