বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ৯ম ম্যাচেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট বাড়িয়ে সেরা দুই নিশ্চিতে শনিবার চট্টগ্রামের মুখোমুখি হয়েছে দলটি। ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রাম করেছে ১৫৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আফিফ হোসেন। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও হাসান আলি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের শুরুটা খুব ভালো হয়নি। শুরুতেই মেহেদী মারুফকে হারিয়ে বসে চট্টগ্রাম। এরপর ২ রান করে বিদায় নেন খাজা নাফে। তবে আরেক ওপেনার উসমান খানকে সঙ্গে নিয়ে লড়তে থাকেন আফিফ। 

জুটি থেকে ৮৮ রান আসার পর বিদায় নেন উসমান। অর্ধ-শতক করে ব্যক্তিগত ৫২ রান করে বিদায় নেন এই ওপেনার। তখনও ব্যাট হাতে অবিচল আফিফ। লড়ে যাচ্ছিলেন কুমিল্লার বোলারদের বিপক্ষে। তবে অপর প্রান্ত থেকে রান পাননি কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম ও জিয়াউর রহমান।

শেষ দিকে আফিফ ৬৬ রানে ফিরলেও ডারউইশ রাসুলির ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৬ রান করে চট্টগ্রাম।

এসএইচ/এনইআর