'হাথুরুকে নিয়ে সবার ইতিবাচক থাকা উচিত'
২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে ঢাকায় আসেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর কাজ করেন ২০১৭ সাল পর্যন্ত। মাঝের সময়ে তার আমলে বাংলাদেশ দল বেশ পারফরম্যান্সই দেখিয়েছিল। তবে তার বিদায়টা মোটেও সুখকর ছিল না। কেননা হাথুরু আচমকাই শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতে বাংলাদেশ দল থেকে পদত্যাগ করেন। পাঁচ বছর বাদে আবারও কোচ হয়ে ফিরছেন সেই বাংলাদেশেই।
তবে হাথুরুর ফেরাটাকে ইতিবাচক হিসেবে সবাইকে দেখতে বললেন ফরচুন বরিশালের প্রধান কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে তার দল বরিশাল অনুশীলন করে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন বরিশালের এই প্রধান কোচ।
বিজ্ঞাপন
হাথুরু প্রসঙ্গ ফাহিম বলেন, ‘যারা নিয়োগ করেছে তাদের যদি কোনো কিছু না থাকে ...তারা নিশ্চয়ই একটা রেসপেক্টফুল সমাধানে পৌঁছাতে পেরেছে। আমি নিশ্চিত ওই জায়গা থেকে শুরু করবো না, ভালো জায়গা থেকে শুরু করবে। আমার মনে হয় সবারই ইতিবাচক থাকা উচিত। আল্টিমেটলি জাতীয় দলের ব্যাপার। আমরা সবাই যদি একসঙ্গে থাকি, দল ভালো করবে।'
হাথুরুসিংহের অধীনে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এবং ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা সময় গুঞ্জন ছিল। এ ব্যাপারে ফাহিম বলেন, 'ভালো ছিল না...আমি জানি না কেন ছিল না নিশ্চিত না। যেমনই থাকুক, এখনও ওরকম থাকবে তেমন না। প্রেক্ষাপট বদলেছে যেহেতু, সবকিছু বদলাতে হবে। আমি নিশ্চিত একজন কোচ যখন আসে, সে ভালো কিছু করতে চায়, এখানে তারও ক্যারিয়ারের ব্যাপার আছে। দল ভালো করলে তার জন্যও ভালো।'
হাথুরু দ্বিতীয়বার কোচ হয়ে ফিরছে ভালো করবেন কি না এমন প্রশ্নে ফাহিম বলেন, 'ও কেমন করবে আসলে তারপর বোঝা যাবে। একসময় যখন ছিল তখন প্রেক্ষাপট, দলের শক্তি একরকম ছিল; এখন আমরা অন্য জায়গায় আছি, চ্যালেঞ্জটা ভিন্ন। এটা ও যত ভালো বুঝবে, তত ভালো কাজ করতে পারবে করবে। একটা সুবিধা ওর যে বোর্ডের সমর্থন খুব ভালো পায়, আগেও ছিল বা এখন আসছে বোর্ডের সমর্থন পায়। সেটাও কাজে লাগানো উচিত।'
ফাহিম যোগ করেন, 'আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত ও এসে কীভাবে, কেমন কাজ করে। ওর ফিলোসফি কেমন হয়, কোনো বদল আসছে কি না। দলকে কীভাবে মোটিভেট রাখে, ড্রেসিংরুমকে কেমন রাখে, উঠতি প্লেয়ারদের কীভাবে হ্যান্ডেল করে বা আমাদের যারা সিনিয়র ক্রিকেটার, সাত-আট বছর আগে তাদের সঙ্গে কাজ করেছে, এখন তারা আরেকটা অবস্থানে আছে। ওভারঅল কীভাবে হ্যান্ডেল করে।'
এসএইচ/এফআই