লিটনকে পরবর্তী ম্যাচে পেতেই আশাবাদী দল
মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল লিটন দাসকে। এদিন খুলনার পেসার শফিকুল ইসলামের করা একটি বল লিটনের হাতে এসে আঘাত হানে। পরবর্তীতে হাতে চোট নিয়ে মাঠ ছাড়েন তারকা এই ওপেনার। তবে একদিন পর আজ বুধবার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে পরবর্তী ম্যাচেই লিটনকে পেতে পারে দল।
কুমিল্লা দলের ফিজিও জাহিদুল ইসলাম সবশেষ খবরে বলেন, ‘লিটন কুমার দাস গতকাল গ্লাভসের অরক্ষিত অংশে পেস বলের সরাসরি আঘাত পান এবং ব্যথায় আর খেলেননি। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং কব্জি ও হাতেরও স্ক্যান হয়েছে। সৌভাগ্যবশত পঞ্চম মেটাকারপাল কিংবা কব্জিতে কোনো চিড় ধরা পড়েনি। আমরা ম্যানেজমেন্টকে অনুসরণ করছি এবং তাকে আমাদের পরের ম্যাচে পেতে আশাবাদী।'
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার লিটনকে নিয়ে ইমরুল কায়েস শঙ্কা উড়িয়ে বলেছিলেন, 'লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে।'
এসএইচ