২১১ রান তাড়া করে মঙ্গলবার রাতে খুলনা টাইগার্সকে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এ ম্যাচে ব্যাট হাতে মোটে ৫ রান করে আউট হয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। দ্রুত আউট হয়ে মাঠ ছাড়লেও ইমরুল বলছেন তার আউট একটা আর্শিবাদের মত হয়ে গিয়েছে।

জনসন চার্লসের অপরাজিত ১০৭ রানে ভর করে খুলনাকে ৭ উইকেটে হারায় কুমিল্লা। এমন জয়ের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক ইমরুল কায়েস। বলছিলেন, 'লিটন চোটে পড়ার পর উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। কারণ ও যদি পাওয়ার প্লেটা ইউজ করে দেয়, ওর মতো ব্যাটার থাকলে যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন। তারপরে আমি গিয়ে চেষ্টা করেছিলাম অন্তত বল যাতে নষ্ট না হয়। আমি প্রয়োগ করতে পারিনি। শেষ পর্যন্ত আমি আউট হয়ে একটা আর্শিবাদের মতন হয়ে গেছে। কারণ চার্লস যে কাজটা করেছে, হয়তবা সেটা হতো না।'

চার্লসের এমন ইনিংস নিয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, 'সত্যি কথা বলতে ওর সঙ্গে ব্যাট করলে বেটার লাগত। কারণ সঙ্গী এমন মারতে থাকলে ফিলটা ভালো হয়। আমার মনে হচ্ছিল ২০১৭ সালে যখন ও আমাদের বিপক্ষে রংপুরের হয়ে মারছিল আমরা তখন বাজে অবস্থায় ছিলাম। সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছিলাম। চার্লস এখন আমাদের হয়ে খেলছে। ফিনোমিনাল ইনিংস আসলে। এরকম ইনিংস সচরাচর দেখা যায় না। চোখের জন্য শান্তি।'

খুলনার দেওয়া বড় লক্ষ্যের পরেও শুরু থেকে জয়ের আত্মবিশ্বাস ছিল ইমরুলের। ফিল্ডিং শেষে  কোচ সালাহউদ্দিনকে ইমরুল বলেছিলেন, 'ফিল্ডিং করে যখন ড্রেসিংরুমে যাই, তখন কোচকে বলেছিলাম, "স্যার, আমরা আজ জিতব"। অনেক সময় এরকম রানের টার্গেটে একটা ভুল হলে মনে হয় হেরে যাব। আজ একটিবারের মতো মনে হয়নি হারব।'

এসএইচ