সিলেট স্টেডিয়ামে ঢুকে দুর্ঘটনার কবলে পাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলছে সিলেট পর্বের খেলা। খেলা দেখতে সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা থেকে সিলেটে উড়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতেই এক দুর্ঘটনার কবলে পড়েন বিসিবি প্রধান। তবে সেটি মারাত্মক কিছু নয়।
সিলেটে পৌঁছে দুপুর ১টা নাগাদ স্টেডিয়ামের ভিআইপি বক্সে প্রবেশ করেন পাপন। সেসময় সিড়িতে পা পিছলে পড়ে যান বিসিবি বস। যদিও এতে বড় ধরনের কোনো অসুবিধা হয়নি তার। তাৎক্ষণিক উঠে হেঁটে হেঁটে ভিআইপি বক্সে চলে যান বিসিবির প্রধান কর্তা।
বিজ্ঞাপন
বোর্ড প্রধানের আগমন উপলক্ষে সিলেট স্টেডিয়াম সেজেছিল বাহারি রঙের পোস্টার-ব্যানারে। বর্ণিল সাজে দেখা যায় এদিন সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকেও। দিনের প্রথম ম্যাচ রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটরসের মধ্যকার খেলা বোর্ড প্রেসিডেন্ট বক্সে বসেই উপভোগ করেন পাপন।
সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন পাপন, সেখানে বিপিএলে দারুণ খেলতে থাকা সাকিব আল হাসানের প্রশংসায় মেতেছিলেন তিনি। এরপর তরুণ ক্রিকেটার রাকিবুল হাসানেরও বেশ সুনাম করেন তিনি। পেসার তাসকিন আহমেদের কথাও তুলে ধরেন তিনি।
এসএইচ/এনইআর