‘তামিম স্মার্ট ক্রিকেট খেলেছে’
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাটট্রিক হারের পর মঙ্গলবার প্রথম জয়ের মুখ দেখল খুলনা টাইগার্স। রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। ব্যাট হাতে দলের জয়ে এদিন বড় ভূমিকা পালন করেছেন ওপেনার তামিম ইকবাল। ৪৭ বলে খেলেছেন ৬০ রানের অপরাজিত ইনিংস।
ম্যাচ শেষে খুলনার হয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের বিদেশি পেস বোলার পল ম্যাকরেন। জানালেন তামিম স্মার্ট ক্রিকেট খেলেছে। তিনি বলেন, আমার মনে হয় ওর ওপর চাপটা কম ছিল। আমাদের প্রতি বলে এক রান করে প্রয়োজন ছিল। আর আমাদের দুটো বড় ওভার এসেছিল, দশের মতো এসেছে, সেটা শুরুর আট-নয় ওভারে। চাপটা সরিয়ে দিয়েছিল। সে ইনিংস ও টেম্পোটা নিয়ন্ত্রণ করছিল। যখন মনে করেছে সে কোনো বোলারকে উড়িয়ে মারতে পারবে, সে তা করেছে। সে স্মার্ট ও ক্যালকুলেটেড ক্রিকেট খেলেছে।’
বিজ্ঞাপন
দলের অধিনায়ক না হয়েও তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পর্দার আড়ালে। ম্যাকরেন বলেন, ‘আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে। আর আজ আমাদের মনে হচ্ছিল আমরা জানতাম আমরা কী করছি।’
ম্যাকরেন যোগ করেন, ‘আমরা (আমাদের আইডিয়া নিয়ে) অনেক পরিষ্কার ছিলাম। ওয়াহাব দারুণ একটা ওভার করল শেষে, যখন বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার ছিল। আমরা সময় কী করে হারালাম, এটা খুঁজে পাচ্ছি না। এ নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে, যেন ওভার রেটের মাসুল গুনতে না হয় আমাদের।’
টানা তিন ম্যাচ হারের পর দলের ওপর চাপ ছিল কি না এমন প্রশ্নের জবাবে ম্যাকরেন বলেন, ‘আমার যেমনটা মনে হয়েছে, আসলে না। আমি টিম মিটিংয়ে সব কিছু বুঝি না। আমরা খুব শান্ত ছিলাম। জানতাম যে আমরা ভালো ক্রিকেট খেলছি। দুটো ম্যাচ শেষ ওভারে হেরেছিলাম। আমরা হাল ছাড়িনি। আমরা সবসময়ই চেষ্টা করেছি, বিশেষত বল হাতে। প্রথমবারের মতো টস জেতাটা হয়তো সাহায্য করেছে, আশা করছি এরপর টসও জিততে থাকব... (হাসি)।’
ম্যাকরেন আরও বলেন, ‘আজ আমরা ভালো পারফর্ম করেছি, তবে উন্নতির আরও জায়গা আছে। যেমন ধরুন ফিল্ডিংয়ে ব্যাক আপ দেওয়া বা বল চাওয়ার ক্ষেত্রে। বেশ কিছু ক্যাচ ছেড়েছি আমরা। যোগাযোগ ভালো ছিল না। কার ক্যাচ সেটা নিয়ে দ্বিধা ছিল। এসব বিষয়ে আরও নিখুঁত হতে হবে। কারণ এসব ক্যাচ ফেলার মাসুল গুণতে হতে পারে আমাদের। আজ হয়তো হয়নি... তবে এসব বিষয়ে আরও নিখুঁত হতে হবে আমাদের। টুর্নামেন্টটা না জেতার কোনো কারণই নেই।
এসএইচ/এনইআর