বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। 

এবারের বিপিএলে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে সিলেট। পরপর এমন জয়ে আত্মবিশ্বাসের একেবারে তুঙ্গে আছে মাশরাফি বিন মর্তুজার দল। এছাড়া তরুণ-অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে গঠিত দলটা পারফরম্যান্সেও এগিয়ে বাকি সবার চেয়ে। 

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা শুরু থেকে আছে হারের বৃত্তের মধ্যে। বিপিএলের সবচেয়ে বেশি ট্রফির মালিক দলটি প্রথম তিনটি ম্যাচেই হেরেছেন। চতুর্থ ম্যাচে এসে চট্টগ্রামের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে ইমরুল কায়েসের দল। আজ পঞ্চম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ইমরুল-লিটনরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস (অধিনায়ক), জনসন চার্লস, জাকের আলী, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, হাসান আলী, তানভীর ইসলাম, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, ইমাদ ওয়াসিম, থিসারা পেরেরা, আকবর আলী, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রুবেল হোসেন, শরিফুল্লাহ।