মিরপুরে এসেছেন শ্রীধরন শ্রীরাম
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ঢাকায় এসেছেন। শুক্রবার বিপিএল শুরুর প্রথম দিনে সাবেক ভারতীয় ক্রিকেটারকে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা গিয়েছে। গুঞ্জন উঠেছে, নতুন করে টাইগারদের টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হচ্ছেন শ্রীরাম।
তবে শ্রীরামের প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি এখনও। আপাতত বিপিএল দেখতেই এসেছিলেন বলা যায়। শনিবার সকালেই আবার নিজ দেশ ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন শ্রীরাম। এরপর ২৫ জানুয়ারি আবারও ঢাকায় আসবেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে দেখা যায় শ্রীরামকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই কোচের সাথে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই মুহূর্তে বাংলাদেশ দলের সব বিভাগের ফরম্যাটেই খালি রয়েছে প্রধান কোচের চেয়ার। তবে টাইগারদের টি-টোয়েন্টির দায়িত্বে শ্রীরাম ফিরছেন, এটা এক প্রকার নিশ্চিত। গুঞ্জন রয়েছে, আবারও টাইগারদের কোচের দায়িত্বে ফিরতে পারেন চান্দিকা হাথুরুসিংহে।
এসএইচ/এনইআর