ইংল্যান্ডের ব্যালান্স খেলবেন জিম্বাবুয়ের হয়ে
ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে টেস্ট এবং ওয়ানডে ম্যাচ খেলেছেন গ্যারি ব্যালান্স। সবশেষ এবার এই ইংলিশ ক্রিকেটার খেলবেন জিম্বাবুয়ের হয়ে। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। দীর্ঘ বিরতি কাটিয়ে (৫ বছর) আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
ব্যালান্সের জন্ম মূলত জিম্বাবুয়ের হারারেতে। দেশটির হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটও। কিন্তু পরে পাড়ি দেন ইংল্যান্ডে, খেলেন ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত। দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি।
বিজ্ঞাপন
দলে ডাক পাওয়ার পর ব্যালান্স বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দুর্দান্ত কয়েকজন কোচ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করতে আমার তর সইছে না। জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার মাঝে খেলার জন্য নতুন আবেগ ও রোমাঞ্চ দোলা দিচ্ছে।’
এসএইচ/এসএসএইচ/