শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন ইমাদ ওয়াসিম
২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের এবারের আসরের। ইতিমধ্যে অংশগ্রহণকারী সাত দল আসন্ন নবম আসরকে সামনে রেখে গুছিয়ে নিয়েছে নিজেদের সব খেলোয়াড়দের। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম যোগ দিচ্ছেন বিপিএলে।
পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। ইমাদ দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকলেও খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন করে এবার এই অলরাউন্ডারকে দেখা যাবে বিপিএলেও।
বিজ্ঞাপন
ইমাদ ছাড়াও বিপিএলে দেখা যাবে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ, শোয়েব মালিকদের মতো ক্রিকেটারদের। এ ছাড়া রয়েছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইফতেখার আহমেদ, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহর মতো ক্রিকেটাররা।
বিপিএলে সিলেট স্টাইকার্সের স্কোয়াড:-
সরাসরি চুক্তিতে: মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম।
ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরর্জ, গুলবাদিন নায়েব, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম সাকিব।
এসএইচ