সাকিবের সঙ্গে একমত নন দ্রাবিড়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, বাকি দুই ম্যাচে ভারত বা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটা আপসেট হিসেবেই গণ্য হবে।
সাকিব বলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের কোনোটা যদি জিততে পারি সেটা আপসেট হিসেবেই গণ্য হবে। সেই আপসেট টা যদি করতে পারি আমরা খুশি হবো। না করতে পারলেও অবশ্য খুব বেশি কিছু বলার নেই। কাগজে কলমের কথা ভাবলে দুই দলই আমাদের চেয়ে বেশ ভালো।’
বিজ্ঞাপন
তবে সাকিবের এমন ভাবনার সাথে একমত নন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশকে খুব ভালো দল বলেই সমীহ করছেন তিনি। চলমান বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে বলে মনে করিয়ে দিলেন কিংবদন্তি সাবেক এই ক্রিকেটার।
দ্রাবিড় বলেন, ‘আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে।’
দ্রাবিড় যোগ করেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিটের দূরত্ব! এটা এমন এক ফরম্যাট যেখানে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে।’
এসএইচ/এনইআর