বিশ্বকাপ যত এগিয়ে আসছে বাংলাদেশের ভাবনা তত বাড়ছে। টাইগারদের হয়ে ইনিংস শুরু করবেন কোন দুই ব্যাটার সে প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে আজ বৃহস্পতিবার ব্রিসবেনে বাংলাদেশ দলের অনুশীলন শেষে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম অবশ্য জানিয়েছেন এটা নিয়ে এত প্রশ্নের কিছু নেই।

সাংবাদিকদের শ্রীরাম জানিয়েছেন, ওপেনিং নিয়ে কোনো সমস্যা নেই। তবে প্রথম ম্যাচের একাদশ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

শ্রীরাম বলেন, ‘আমরা জানি না কার সঙ্গে খেলব প্রথম ম্যাচে, তবে আমার দলের সেরা একাদশ আমি জানি। প্রতিপক্ষ জানি না, প্রতিপক্ষের ওপর এটা নির্ভর করবে। প্রতিপক্ষ অনুযায়ী পরিবর্তনও হতে পারে।’

ওপেনিং পজিশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কথা হচ্ছে, যে কারণে শ্রীরাম জানান ওপেনিং নিয়ে আমরা এতটা পড়ে আছি কেন?

শ্রীরামের ভাবনায়, ‘ওপেনিং নিয়ে আমরা সুনির্দিষ্ট কিছু চাই-ই চাই কেন? আগেও বলেছি, দল হিসেবে বাংলাদেশের দিকে তাকাতে হবে আমাদের। ওপেনিং নিয়ে আমরা এতটা পড়ে আছি কেন! এত প্রশ্নের মানেই দেখি না। দল হিসেবে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে আমাদের। আমাদের শিখতে হবে কীভাবে ম্যাচ জিততে পারি। আমি যেটা বলে আসছি, ম্যাচের পরের ভাগ নিয়ে ভাবতে হবে আমাদের। দ্বিতীয় ১০ ওভারের ব্যাটিং, দ্বিতীয় ১০ ওভারের বোলিং ভাবতে হবে।’

শ্রীরাম যোগ করেন, ‘যতই আমরা দল হিসেবে খেলব, ততই ছেলেরা নিজেদের ভূমিকা বুঝতে পারবে। বিশ্বজুড়ে তাকান, সব দলই ব্যাটিং অর্ডার নিয়ে খুবই উন্মুক্ত। ফিঞ্চ চার নম্বরে ব্যাট করছে, ক্যামেরন গ্রিন ওপেন করছে। আমাদেরও ফ্লেক্সিবল হতে হবে। টি-টোয়েন্টিতে ফিক্সড ব্যাটিং অর্ডার জরুরি নয়। ম্যাচ আপ নিয়ে ভাবতে হবে। যেমন, আফগানিস্তানের বিপক্ষে খেললে মুজিবের বিপক্ষে দু’জন বাঁহাতি রাখাই যাবে না (ওপেনিংয়ে), একজন ডানহাতি লাগবেই। প্রপার ওপেনারের চেয়েও আরও অনেক বেশি গভীর ভাবনা চলছে এখানে। সেসব ভাবতে হবে। প্রপার ওপেনার বলতে কী বোঝাচ্ছেন, সেটাই বরং আলোচনার ব্যাপার।'

শ্রীরামের মতে ওপেনিং নিয়ে অনেক মনোযোগ দেওয়া হচ্ছে, একইসাথে ওপেনিং নিয়ে কেন এতো দুশ্চিন্তা সে প্রশ্ন ছুঁড়ে দিলেন এই টাইগার কনসালট্যান্ট।

শ্রীরামের ভাষ্যে, ‘নিউজিল্যান্ডে প্রতি ম্যাচেই আমরা ৬ ওভারে ৪০ রান পেয়েছি। ওপেনিং নিয়ে দুর্ভাবনা আছে কেন মনে করছেন, এটাই বরং আমার প্রশ্ন। নিউজিল্যান্ডে প্রতিটি দলের জন্য প্রথম ৬ ওভারে ৪০ রান ছিল প্রায় পার স্কোর এবং বাংলাদেশ প্রতি ম্যাচেই সেটা করেছে। আপনারা তাই কেন মনে করছেন যে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আছে, এটাই আমার প্রশ্ন। আমার মনে হয়, ওপেনিংয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।’

এসএইচ/এনইউ