মাঠের ফল নিয়ে ভাবছে না বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ৭ অক্টোবর শুরু মিশন। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। যেখানে আরেক প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। এই লড়াই শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার বিমান ধরবেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরা।
দলীয় অধিনায়ক সাকিব ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দেননি। তাইতো অধিনায়কদের ট্রফিসহ ফটোসেশনে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিজ্ঞাপন
ফটো সেশন শেষে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে সোহান জানিয়েছেন, ফল নিয়ে চিন্তা করছেন না। এই তারকা ক্রিকেটার বলেন, ‘সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কী হবে তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’
সোহান আরও যোগ করেন, ‘১১ জনই হয়তো পারফর্ম করবে না। আমার মনে হয়, পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার ওটা যদি আমরা করতে পারি- আমাদের সবার মনোযোগ ওখানেই থাকে, তাহলে ভালো কিছু হবে।’
ক্রিকেটে একে অপরকে সাহায্য করা জরুরী। দলের সকল ক্রিকেটারকে সতীর্থের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন সোহানের। এই উইকেটকিপার ব্যাটার জানালেন সাহায্যটা খুব ভালো মতো হচ্ছে।
সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে, একে অন্যকে সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ। যেটা খুব বেশি ভালোমতো হচ্ছে। সবাই নিজের কাজ করার পাশাপাশি আরেকজনকে যাতে সাহায্য করতে পারি। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা করার চেষ্টা করছি।’