টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ব্যাটসম্যানের দলে ডাক পাওয়ার দিনেই আজ বুধবার টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম প্রথমবারের মত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন মিরপুরে। সেখান এই কনসালট্যান্ট জানিয়েছেন, আমরা যেমন খুঁজছিলাম সেটা শান্তর মধ্যে রয়েছে।

এর আগে নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও কারণ ব্যাখ্যা করেন। নান্নুর মতে শান্তর ঘরোয়া পারফর্ম ভালো, এমনকি ঘরোয়া ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে এই ক্রিকেটারের। ঘরোয়া রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মিলে ওকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। নান্নুর এমন মন্তব্যের পর শ্রীরাম জানিয়ে গেলেন শান্তর টেম্পারমেন্টও ভালো রয়েছে।

এ নিয়ে শ্রীরাম বলেন, ‘বাউন্সি উইকেটে খেলার মতো সামর্থ্য ওর রয়েছে যে হরিজন্টাল শট খেলতে পারে। তাই আমার মনে হয়, আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে। আমি মনে করি সে (শান্ত) অনেক ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। আমি অল্পবিস্তর যা দেখেছি, ব্যাটিং করতে দেখেছি; আমার মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে।’

এশিয়া কাপে হাসারাঙ্গার ওভারে রিয়াদ আউট হওয়ার পরেও সেই ওভারে ব্যাট হাতে চওড়া হয়েছিলেন মোসাদ্দেক, রান করেছিলেন ১২। এটা বেশ ভালো লেগেছে শ্রীরামের। এমন খেলোয়াড়ই দলে চান এই কনসালট্যান্ট।

তিনি বলেন, ‘আমি একটা উদাহরণ দিতে চাই। (এশিয়া কাপে) রিয়াদ আউট হওয়ার পর মোসাদ্দেক যেভাবে হাসারাঙ্গার ওভারে চড়াও হয়ে ১২ রান নিয়ে নিলো, সেটি হলো ইমপ্যাক্ট। তাই দল হিসেবে আমাদের এমন খেলোয়াড় খুঁজতে হবে যারা ম্যাচে ইমপ্যাক্ট রাখবে। আমি যেটা খুঁজছি, সেটা হলো ইমপ্যাক্ট। আমি এখন পারফরম্যান্স খুঁজছি না। বাংলাদেশ যেমন দল, তাতে ৭-৮ জন ইমপ্যাক্ট ফেলতে পারলেও জিতে যাবে। তো ১৭-১৮ বলে ২৫-৩০ রান করতে পারলে সেটিই আমার জন্য ইমপ্যাক্ট।’

টি-টোয়েন্টিতে পারফর্মমেন্স খুঁজে লাভ নেই, কেননা আধুনিক টি-টোয়েন্টির যুগে নিয়মিত পারফর্ম করেও ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে হলে খেলোয়াড়দের ইমপ্যাক্ট রাখতে হবে বেশি- এমনটিই দাবি নতুন এই কনসালট্যান্টের।

এ নিয়ে শ্রীরাম বলেন, ‘এখন পারফরম্যান্সের গুরুত্ব কম জানিয়ে শ্রীরাম বলেন, ‘এখন পারফরম্যান্স খুঁজে লাভ নেই। আমার মতে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ওভাররেটেড বিষয়। নিয়মিত পারফর্ম করেও সবসময় ম্যাচ জেতা যায় না। কিন্তু যত বেশি খেলোয়াড় ম্যাচে ইমপ্যাক্ট রাখবে, ম্যাচ জেতার সুযোগ বেড়ে যাবে।’

এসএইচ/এটি