এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটও তেমন করে কথা বলেনি। তাইতো গুঞ্জন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন রিয়াদ। যদিও এখনো নিশ্চিত নয় সাবেক এই অধিনায়কের বাদ পড়াটা। এমন অবস্থার মধ্যে আজ সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, রিয়াদ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

আজ থেকে মিরপুরে শুরু হয়েছে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের তিন দিনের ক্যাম্প। এ ক্যাম্পের প্রথম দিন শুরু থেকেই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন শ্রীরাম, সঙ্গে ছিলেন টিম লিডার সুজন। এর ফাঁকে রিয়াদকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সুজন, জানিয়েছেন সাদা বলের ক্রিকেটে তার গুরুত্ব অনেক।

টিম লিডার সুজন বলেন, ‘রিয়াদ ক্যাম্পে আছে, এতবছর ধরে ক্রিকেট খেলছে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে সাদা বলের জন্য। টেস্ট ম্যাচেও যে ছিলোনা তা না, লাল বলে সে অবসর নিয়েছে। বর্তমানে সাদা বলের ক্রিকেটে সে অনেক গুরুত্বপূর্ণ। রিয়াদকে নিয়ে আমরা এখনো ওরকম চিন্তা করিনি, যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন জানা যাবে রিয়াদ থাকবে কি থাকবে না। একই সঙ্গে চিন্তা করবো তার গুরুত্ব দলে আছে কিনা। তবে এটুক বলবো রিয়াদ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

রিয়াদকে বাদ দেওয়া কিংবা দলের সঙ্গে রাখা যার কোনটি নিয়েই আলোচনা হয়নি এখনো। সুজন জানালেন, নির্বাচকদের নিয়ে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ নিয়ে সুজন বলেন, ‘রিয়াদকে নিয়ে কথা যে হচ্ছে না সেটা না। আমরা নির্বাচকদের নিয়ে সকলে যখন বসবো তখন কথা হবে, আলোচনা হবে। রিয়াদকে আমাদের কেন দরকার এবং কেন তাকে দরকার না সব কথায় হবে তখন। ওর জায়গায় যাকে সুযোগ দিবো সে বা কেমন সবকিছু বিবেচনা করেই দল ঘোষণা হবে।’

বর্তমান সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আফিফ হোসেন অটো চয়েজ সবারই জানা। রিয়াদও অটো চয়েজ হতে পারে। তবে দিনশেষে খেলোয়াড়ের নাম নয় দেশের জন্য যা ভালো সেটাই করা হবে এমনটি বক্তব্য সুজনের।

টিম লিডারের মতে, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আফিফ দলের অটোমেটিক চয়েস। রিয়াদ ও যে অটোমেটিক চয়েস না সেটাও বলা যাবেনা। আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে দিনশেষে বড় নাম নয় বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করবো।’

এসএইচ/এটি