টসটা যে গুরুত্বপূর্ণ, সেটা টুর্নামেন্টের শুরু থেকেই শোনা যাচ্ছিল। ফাইনালের মহারণে তার গুরুত্ব বেড়ে গেছে আরও, এর ওপর যে দলের শিরোপা জেতা না জেতা নির্ভর করছে অনেকটাই। আজ এশিয়া কাপের ফাইনালের সেই মহাগুরুত্বপূর্ণ টসে জিতল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম আর দু’বার ভাবেননি। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এবারের এশিয়া কাপে শেষে ব্যাট করা দল হেরেছে, এমন নজির ঘটেছে তিন বার। বাকি নয় ম্যাচেই শেষ হাসি হেসেছে শুরুতে ব্যাট করা দল। সে কারণেই আজ টস জিতলে যে দুই অধিনায়ক ফিল্ডিংই নিতে চাইতেন, তা আগে থেকেই অনুমিত ছিল। সেটা নিশ্চিত হলো টস শেষে। টস জেতা অধিনায়ক বাবর তো ফিল্ডিংই নিলেন, লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও চাইতেন তা-ই।

শানাকার কথা, ‘আমরাও বোলিংই নিতাম। তবে ফাইনালে শুরুতে ব্যাট করতে পেরেও আমরা খুশি। আমরা ভালো ক্রিকেট খেলেছি শেষ কিছু দিনে, সেটা ধরে রাখতে চাই। আমাদের ব্যাটাররা, বিশেষ করে ওপেনাররা এগিয়ে এসেছে, সেটা ভালো দিক। মাদুশঙ্কা আর মাহিশও ভালো করছে, বিশ্বকাপের আগে বিষয়টা বেশ ভালো। ফাইনালের আগে রেকর্ডটা বেশ ভালো। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলব।’  

ওদিকে বাবর বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস চূড়ায় আছে। আপনি ফাইনালে উঠলে জিততেই চাইবেন। আমরা ভালো খেলে এখানে এসেছি, প্রতি ম্যাচেই আমাদের নতুন নতুন নায়ক ছিল, সবাই এগিয়ে এসেছে।’

শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে। এদিকে পাকিস্তান দলে আছে দুই পরিবর্তন। শাদাব খান আর নাসিম শাহ বিশ্রাম থেকে ফিরেছেন, জায়গা হারিয়েছেন উসমান কাদির আর হাসান আলি।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা

এনইউ