বাংলাদেশি তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম সবশেষ যুব বিশ্বকাপে এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ঝলমলে এক সেঞ্চুরি। সেই পাকিস্তানের লিগেই এবার ডাক পেলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অ-১৯ টুর্নামেন্ট পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) খেলবেন তিনি।

বৃহস্পতিবার পিজেএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। সেই ড্রাফটে আরিফুল ছাড়াও বাংলাদেশ থেকে ছিল আরও তিন খেলোয়াড়ের নাম। তবে তাদের মধ্য থেকে একমাত্র আরিফুলের ওপরই আগ্রহ দেখায় দলগুলো। 

প্রিমিয়ার ক্যাটাগরিতে থাকা ১৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে টেনে নেয় গুজরানওয়ালা জায়ান্টস। এই দলের মেন্টর অলরাউন্ডার শোয়েব মালিকের অধীনে খেলার সুযোগ পাবেন আরিফুল।

চলতি বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি অ-১৯ বিশ্বকাপে খেলেছিলেন আরিফুল। সেখানে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন অনবদ্য এক সেঞ্চুরি। তারই কারণে হয়তো পাকিস্তানের নজরে পড়ে গিয়েছিলেন তিনি। যার সুবাদে এবার মিলল পিজেএলের ডাক।

বিশ্বের প্রথম বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে পাকিস্তান ছাড়াও আটটি ভিন্ন দেশের ১৪০ জন ক্রিকেটার অংশ নেবেন। এই দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। 

ছয় দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর। এরপর ২১ অক্টোবর হবে এই টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

এনইউ/এটি