টানা দুই ফিফটি করেও সমালোচকদের কাঠগড়ায় কোহলি
এশিয়া কাপে টানা দুই অর্ধশতকে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বিরাট কোহলি। তবুও ভারতের এইতারকা ব্যাটসম্যান কোনোমতেই সমালোচকদের সন্তুষ্ট করতে পারছেন না। বরং সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের জন্যও এখন তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে।
এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১৫৪ রান করেছেন কোহলি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার সামনে রয়েছেন কেবল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (১৯২ রান)। তবুও কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অভিযোগের অন্ত নেই।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে হারের পর তার অপেক্ষাকৃত ধীরগতির ইনিংসের সমালোচনা করেছেন নেট নাগরিকরা। পাকিস্তানের বিপক্ষে ৪৪ বল খেলে ৪ চার এবং ১ ছয় সহযোগে ৬০ রান করেন তিনি। শেষ ওভারে যখন তার কাছ থেকে মারকাটারি ব্যাটিং আশা করছিলেন তখন ৩টি ডট বল খেলেন কোহলি।
পাকিস্তানের বিপক্ষে ১৮১ রানের বেশ বড় সংগ্রহই দাঁড় করেছিল,তবে সমর্থকদের অভিযোগ, কোহলি আরেকটু ব্যাট চালিয়ে টি-টোয়েন্টির খুনে মেজাজে খেললে দলের সংগ্রহ আরও বড় হত, জয়ের সম্ভাবনাও বাড়ত।
কোহলির সমালোচনা করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কোহলির শেষ ওভারের ডটগুলোই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’ আরেকজন লিখছেন, ‘একজন ব্যাটসম্যান শেষ ওভার পর্যন্ত ১৫০-এর নিচে স্ট্রাইক রেট নিয়ে খেলেছে। আমি আবারও বলতে চাই, টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির চেয়ে বড় ধোঁকাবাজ আর নেই।’
ফর্মে ফিরতে মরিয়া হয়েই কিনা এশিয়া কাপে যেন একটু ধীরেই ব্যাট চালাচ্ছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩৪ বল খেলে করেছিলেন ৩৫ রান। হংকংয়ের বিপক্ষে যেখানে সূর্যকুমার যাদব ২৬ বলে ৬৮ করেন, সেখানে কোহলির রান ৪৪ বলে ৫৯। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেও টি-টোয়েন্টির হিসাবে তিনি মন্থর ব্যাটিং করেছেন বলেই অভিযোগ ক্রিকেটপ্রেমীদের।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন কোহলিরা।
এইচএমএ/এটি