বাংলাদেশের নেতৃত্বে শাহাদাত
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এবারের দ্বিতীয় আসরে এসে বাংলাদেশ লিজেন্ডসের নেতৃত্বে দেখা যাবে পেসার শাহাদাত হোসেন রাজিবকে। এছাড়া টাইগারদের হয়ে খেলবেন আব্দুর রাজ্জাক, অলক কাপালি, মেহেরাব অপি, তুষার ইমরানদের মতো ক্রিকেটাররা।
প্রথম আসরের ন্যায় এবারের আসরেও টাইগারদের হয়ে খেলবেন নাজিম উদ্দিন, মেহেরাব হোসেন অপি, আলমগীর কবির, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শরীফ, খালেদ মাসুদ পাইলট। এছাড়া নতুন করে যোগ দিয়েছেন কদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলা কাপালি। এছাড়া প্রথমবারের মতো এ আসরে খেলতে দেখা যাবে গেল বছর ক্রিকেটকে বিদায় বলা তুষার ইমরানকেও।
বিজ্ঞাপন
বাংলাদেশ ছাড়াও এবারের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা। একইসাথে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকেও। ১০ সেপ্টেম্বর ভারতের কানপুরে পর্দা উদ্বোধনী ম্যাচের। ২২ দিনের টুর্নামেন্টে বাকি তিন ভেন্যু রায়পুর, ইন্দোর ও দেরাদুন।
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: শাহাদাত হোসেন রাজিব, নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, অলক কাপালি (সহ-অধিনায়ক), ধীমান ঘোষ (উইকেটরক্ষক), আবুল হাসান রাজু, ইলিয়াস সানি, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মামুন উর রাশেদ।
এসএইচ/এইচএমএ