শ্রীলঙ্কার বিপক্ষে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ, এবার বললেন সোহান
উপমহাদেশের ক্রিকেটে একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ উত্তাপ ছড়াত বেশ। সময়ের সাথে সাথে সেই উত্তাপ যেন নেই হয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে কথার লড়াইয়ের চেয়ে ভ্রাতৃত্বের সুরই বাজে বেশি। মাঠের লড়াইয়ের আগে সেই উত্তাপ ছড়ানোর কাজটা যেন নিজ কাঁধেই তুলে নিয়েছেন বাংলাদেশ-শ্রীলঙ্কার সাবেক-বর্তমান ক্রিকেটাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
দাসুন শানাকা শুরু করেছিলেন। এরপর মেহেদি হাসান মিরাজ দিয়েছিলেন তার জবাব। বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এরপর যোগ দিয়েছিলেন এই কথার লড়াইয়ের মিছিলে। তার জবাবটা আবার দিয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। এবার এই লড়াইয়ে নাম লেখালেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। জানালেন আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ পরিষ্কার ফেভারিট।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> সুপার ফোরের দৌড়ে যেভাবে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ
ঘণ্টা দুয়েক আগে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য, ‘আজ এশিয়া কাপের ম্যাচে আমরা পরিষ্কার ফেভারিট। আমাদের প্রথম শ্রেণীর বোলিং, ব্যাটিং ও দলীয় চেষ্টা মাঠে দেখানোটা সময়ের ব্যাপার মাত্র, ইন শা আল্লাহ। মাঠের খেলায় কে সেরা, সেটা এবার দেখিয়ে দেওয়া যাক।’
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার কথার লড়াইয়ের শুরুটা হয়েছিল লঙ্কান দলপতি দাসুন শানাকার মাধ্যমে। তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে মুস্তাফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোন বিশ্বমানের বোলার নেই। সে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’
আরও পড়ুন>> ওপেনিংয়ে আসছে পরিবর্তন, ফিরতে পারেন সাব্বির!
এরপর মিরাজ জানান, জবাবটা বাংলাদেশ দিতে চায় মাঠেই। তিনি বলেন, ‘আসলে ভালো-খারাপ এটা মাঠে প্রমাণ হবে। দেখেন, একটা ভালো দল যখন খারাপ খেলে ম্যাচ তখন হেরে যায়, আবার খারাপ দল যখন ভালো খেলে তখন তারা ম্যাচ জয়লাভ করে, এটাই স্বাভাবিক। আমি বলতে চাই না এরা ভালো, তারা খারাপ। সব মাঠেই প্রমাণ হবে। আমরা ভালো ক্রিকেট খেললে সবাই জানবে আমরা ভালো খেলছি, সুতরাং আগে থেকে কিছু না বলে মাঠে ভালো ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ।’
তবে মিরাজরা মাঠে জবাব দেওয়ার আগেই খালেদ মাহমুদ সুজন সেই কথার উত্তর দিয়ে বসেন। তিনি বলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব-মুস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।’
আরও পড়ুন>> সুজনের মন্তব্যে ফুঁসছে শ্রীলঙ্কা, টুইটারে হুঁশিয়ারি জয়াবর্ধনের
এরপর জয়াবর্ধনে যোগ দেন এই কথার লড়াইয়ে। সুজনের সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ রিটুইট করে জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কার বোলারদের মাঠে নিজেদের ’ক্লাস’ দেখানোর সময়। এছাড়া ব্যাটসম্যানদেরও মাঠে নিজেদের জাত চেনানোর এটাই মোক্ষম সময়।’
এবার এই মিছিলে যোগ দিলেন সোহান। জানালেন, বাংলাদেশ পরিষ্কারভাবেই শ্রীলঙ্কার চেয়ে শ্রেয়তর দল। এবার সেই কথার প্রতিফলন মাঠে দেখা গেলেই হয়!
এনইউ/এটি