শনিবার থেকে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৫তম আসরের। সেখানে প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে নিজেদের পরবর্তী ম্যাচ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বলেছিলেন, বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসান ছাড়া নেই কোন বিশ্বমানের বোলার।

শানাকার মন্তব্যের একদিন পরেই সেই কথার উত্তর জানালেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দুবাইয়ে আজ অনুশীলন শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন কোন মন্তব্য নয় প্রমাণ হবে মাঠে।

এ বিষয়ে মিরাজ বলেন, ‘আসলে ভালো-খারাপ এটা মাঠে প্রমাণ হবে। দেখেন, একটা ভালো দল যখন খারাপ খেলে ম্যাচ তখন হেরে যায়, আবার খারাপ দল যখন ভালো খেলে তখন তারা ম্যাচ জয়লাভ করে, এটাই স্বাভাবিক। আমি বলতে চাই না এরা ভালো, তারা খারাপ। সব মাঠেই প্রমাণ হবে। আমরা ভালো ক্রিকেট খেললে সবাই জানবে আমরা ভালো খেলছি, সুতরাং আগে থেকে কিছু না বলে মাঠে ভালো ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ।’

মিরাজের মতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তিনি জানালেন, ‘যারা ব্যাটিং ভালো করবে তাদের সুযোগ বেশি থাকবে। একটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ হলো প্রথম ম্যাচটা। টুর্নামেন্টে কত দূর যাবো এটা প্রথম ম্যাচেই বলে দিবে, যে কারণে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো প্রথম ম্যাচটা জয়লাভ করে এগিয়ে যাওয়ার জন্য।'

এছাড়া ম্যাচ জিততে তিন বিভাগেই ভালো করার তাগিদ দিয়েছেন মিরাজ। একইসাথে জানালেন এক-দুইজনের পারফর্মম্যান্সে ম্যাচ জয়লাভ সম্ভব না। প্রতিটি ম্যাচে সবাইকে একটা দল হয়ে খেলতে হবে।

এই অলরাউন্ডার বলেন, ‘ম্যাচ জিততে প্রসেস অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানকে রান করতে হবে, ফিল্ডিং ভালো করতে হবে, বোলিংয়ে ভালো করতে হবে। বাংলাদেশ দল ভালো খেলে যখন সবাই মিলেই পারফর্ম করে। আর এরকম টুর্নামেন্টে এক-দুইজন পারফর্ম করে কখনো ম্যাচ জেতানো যায় না। সবাইকে ভালো খেলতে হবে একটা দল হয়ে।’

এসএইচ/এনইউ