মানসিকভাবে বিপর্যস্ত কোহলি, ব্যাট ছুঁয়ে দেখেননি এক মাসেও
বিরাট কোহলি কেন বিশ্রাম নিচ্ছেন, আইপিএলের সময় কেন নিচ্ছেন না, শেষ দুই মাসে ভারতীয় ক্রিকেট অঙ্গনে এমন আলোচনা নেহায়েত কম হয়নি। তবে কোহলি রীতিমতো মুখে কুলুপ এঁটেই ছিলেন।
অবশেষে এশিয়া কাপের ঠিক আগে মুখ খুললেন ভারতের এই ব্যাটসম্যান। কেন বিশ্রামে ছিলেন, তার কারণ জানালেন। বললেন, টানা ব্যর্থতা তাকে বিপর্যস্ত করে দিয়েছিল মানসিকভাবেও। এতটাই যে, শেষ এক মাসে ব্যাটও ধরেননি তিনি।
বিজ্ঞাপন
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শেষ এক মাসে ব্যাট ছুঁইনি। ১০ বছরে এই প্রথম বার এমন কিছু হলো। আমার শরীর বলছিল একটু বিশ্রাম নিতে। একটু পিছিয়ে যেতে। আমার কিছুই ভাল লাগত না।’
‘এমনিতে আমি মানসিকভাবে খুবই শক্ত। তবে সব কিছুর একটা সীমা আছে। সেটা ছাড়িয়ে গেলে তার ফল খুব খারাপ হয়। সে কারণে কখনো কখনো একটু থেমে যেতে হয়।’
শেষ তিন বছর ধরে তার ব্যাটে সেঞ্চুরি নেই। টানা ব্যর্থতা তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, সেটা নির্দ্বিধায় জানালেন কোহলি, ‘খারাপ সময়টা আমাকে অনেক শিক্ষা দিয়েছে। স্বীকার করতে কোনও লজ্জা নেই যে আমি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু অনেকেই তা বলতে লজ্জা পায়। কারণ, আমরা চাই না কেউ আমাদের দেখে দুর্বল বলুক। কিন্তু বিশ্বাস করুন, আত্মবিশ্বাসী থাকার মিথ্যে অভিনয় করার চেয়ে দুর্বল হিসেবে নিজেকে স্বীকার করে নেওয়া অনেক ভাল।’
মাঠে নিজের সামর্থ্যের শতভাগ দেওয়ার ক্ষেত্রে কোহলির জুড়ি মেলা ভার, সেটা অনুশীলন সেশনেও। তবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোহলি সে অনুপ্রেরণাটাও হারিয়ে ফেলেছিলেন।
তিনি বলেন, ‘আমি সব সময় খেলার মধ্যে থাকতে চাই। প্রতি ম্যাচে নিজের সেরাটা দিতে চাই। সে ভাবেই অনুশীলন করি। কারণ, খেলাটা ভালবাসি। তাই খেলা শেষে ক্লান্ত হয়ে ফিরতে আমার ভালো লাগে। তখন মনে হয়, নিজের সবটা মাঠেই দিয়ে এসেছি। এটা ভিতর থেকে আসে। কিন্তু (শেষ কিছু দিনে) সেটা হচ্ছিল না। নিজেকে অনেক চাপ দিতে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে।’
এমন কিছু থেকে নিজেকে টেনে তুলতেই এই বিশ্রামটা নিতেয়েছিলেন কোহলি। ফিরছেন আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। রানে ফেরার জন্যও এর চেয়ে ভালো উপলক্ষ বুঝি আর দ্বিতীয়টা হয় না!
এনইউ