আসন্ন এশিয়া কাপ এবং পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে। তবে দলে তার দায়িত্ব কি থাকবে এ নিয়ে ছিল ধোঁয়াশা। গতকাল দুবাইতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন এসে নিজেই সে বিষয়টা খোলাসা করেছেন শ্রীরাম।

এর আগে ভারতীয় এই ক্রিকেটার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে শ্রীরাম রেখেছিলেন বড় অবদান। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। 

আরও পড়ুন>> শ্রীরামকে যে ২ কারণে সাকিবদের দায়িত্ব দিয়েছে বিসিবি

যদিও শ্রীরাম বাংলাদেশ দলে সেসব ভূমিকায় আসেননি। এখানে তার ভূমিকাটা একটু আলাদা। অধিনায়ক, টিম ডিরেক্টর আর স্কিল কোচ যারা আছেন সকলকে একত্রিত করে তিন বিভাগ মিলে কাজ করাই তার দায়িত্ব। তিনি জানান আমি দলকে নেতৃত্ব দেব না, শুধু সহযোগিতা করবো।

এ বিষয়ে শ্রীরামের ভাষ্য,‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে (পাওয়া) আমার টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা—যাতে সম্পদ আছে, তা যেন ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

আরও পড়ুন>> কোচ নয়, শ্রীরামকে ভিন্ন পদে আনছে বিসিবি

অধিনায়ক, টিম ডিরেক্টর আর স্কিল কোচদের এক ছাতার নিচে আনার কাজটাই করবেন তিনি, জানান শ্রীরাম। তার কথায়, ‘খুবই সহজ ব্যাপারটা। আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকাটা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে—তিনটি ভাগকে একত্রে আনা।’

শ্রীরাম গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতের এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সাথে যুক্ত হওয়ার ঘটনাও খোলাসা করেছেন। তিনি জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ফোনেই তিনি দায়িত্ব সম্পর্কে প্রথম অবগত হন এবং এরপর বাকি আনুষ্ঠানিকতা খুব দ্রুত ঘটে গেছে।

আরও পড়ুন>> বিশ্বকাপ-এশিয়া কাপ মাতাবেন সাকিব, ওয়াটসনের বাজি

দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শ্রীরাম বলেন, ‘আমি কেবল ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে টিএনপিএলে ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করে। তারা আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসাবে পেতে চায়। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। এখন আমি আপনাদের সামনে।’
উল্লেখ্য, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ সেপ্টেম্বরে শ্রীলঙ্কার সাথে লড়বে টাইগাররা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এনইউ