মাঠের থেকে ইদানীং মাঠের বাইরেই বেশি সময় কাটান সাকিব হাসান। তবে আলোচনা তার নিত্য সঙ্গী। উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ছুটিতে যান এই টাইগার অলরাউন্ডার। এর মাঝে গতকাল শনিবার বুঝে পেয়েছেন টাইগারদের কুড়ি ওভারের ফরম্যাটের নেতৃত্ব। অধিনায়কের দায়িত্ব নিয়ে আজ রোববার অনুশীলনে ফিরেছেন তিনি।

৩ জুলাই উইন্ডিজ সফরের শেষ ম্যাচ খেলে টানা ৪০ দিন বিরতি কাটিয়ে আজ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত করে নেন সাকিব।

আজ রোববার সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর একাডেমি মাঠে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কিছুক্ষণ খোশগল্প করতে দেখা গেল তাকে। ১১টার দিকে মূল মাঠে প্রবেশ করে তিনি। এরপর একজন ট্রেনারকে নিয়ে আধাঘণ্টার মতো ফিটনেস অনুশীলন করেছে সাকিব। এরপর ব্যাটিং অনুশীলন করেন বেশ কিছুক্ষণ।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গতকাল শনিবার ইনডোরে আসার কথা ছিল তার। সাকিব আসবেন বলে প্রস্তুতি নিয়ে রেখেছিল ইনডোরের কর্মীরাও৷ তবে শেষপর্যন্ত তিনিনার আসেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের জন্য। সেই বৈঠকেই অধিনায়কের দায়িত্ব বুঝে পান সাকিব।

টিআইএস/এটি