ভারতকে পাকিস্তান-বধের উপায় বলে দিলেন পাক স্পিনার
২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই (২৮ আগষ্ট) ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সেই ম্যাচে রোহিত শর্মাদের সামনে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ উইকেটের সেই হারের বদলা নেওয়া সুযোগ থাকবে। সেটা করতে হলে কী করতে হবে, সেটা ভারতকে বলে দিলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত। ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট, বিশ্বকাপের যে কোনও লড়াইয়ে ভারতের বিরুদ্ধে সেটাই ছিল পাকিস্তানের প্রথম জয়।
বিজ্ঞাপন
সেই জয়ের প্রথম সোপানটা গড়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলকে আউট করে গুড়িয়ে দিয়েছিলেন ভারতের টপ অর্ডার। এবার জিততে হলে তেমন কিছু এড়াতেই হবে ভারতকে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের সে উপায়টাই বলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। জানালেন, কীভাবে নতুন বলে আফ্রিদিকে সামলাতে হবে ভারতকে।
আফ্রিদি টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলের সেরা বোলারদের একজন। তার আধিপত্যের পিছনে একটি প্রধান কারণ পাওয়ারপ্লেতে নতুন বলের সঙ্গে ডেলিভারি। ভারত-পাকিস্তানের শেষ ম্যাচে আফ্রিদি নিজের প্রথম দুই ওভারে রোহিত এবং রাহুল দুজনকেই বিদায় করেছিলেন। ফলে সেই ম্যাচে ২.১ ওভারে মাত্র ৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত।
নিজের ইউটিউব চ্যানেলে দানিশ কানেরিয়া বলেছেন, ‘শাহিন আফ্রিদিকে ভয় পাওয়ার দরকার নেই। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান। তাদের শুধু সচেতন থাকতে হবে। শাহিন ফুলার লেন্থে বোলিং করতে পারে এবং বল সুইং করাতে পারে। তাই তাদের এর জন্য প্রস্তুত থাকা উচিত।’
এছাড়াও তিনি জানান সূর্যকুমার যাদব এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন। কানেরিয়া বলেন, ‘স্কোয়ার লেগে সূর্যকুমার যাদবের ফ্লিক শট শাহিনের বোলিংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
বাঁহাতি পেসের বিরুদ্ধে শেষ কিছু দিনে ভারতের দুর্বলতা বেশ প্রকাশ পেয়ে গেছে। গেল বিশ্বকাপে শাহিন যেমন ভুগিয়েছেন দলটিকে, তেমনি ট্রেন্ট বোল্টও ভোগান্তিতে ফেলেছেন তাদের। এমনকি রিস টপলি, ওবেদ ম্যাকয়রাও ভারতীয় ডানহাতি ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন। তবে দানিশ কানেরিয়ার মনে হচ্ছে, এবারের এশিয়া কাপে পরিস্থিতিটা বদলে দিতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।
এনইউ/এটি