টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান আছে একই গ্রুপে। এশিয়া কাপেও আছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে তিন রাউন্ড মিলিয়ে তিন বার দেখা হওয়ার সম্ভাবনা আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। আলোচনা কম চলছে না দুই দলের এই লড়াই নিয়ে। এই আলোচনায় এবার যোগ দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। জানালেন এই ম্যাচ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী।

২৮ আগস্ট সেই মহারণে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই লড়াইয়ের কারা এগিয়ে, কারা পিছিয়ে, এ নিয়ে আলোচনা চলছে বিস্তর। বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিচ্ছেন, ভবিষ্যদ্বাণীও করছেন কারা জিততে পারে, সেই বিষয়ে। 

রিকি পন্টিং সম্প্রতি আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক পর্বে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত জানান। সেখানে পন্টিং জানান, ‘আমি মনে করি ভারত জিতবে। এখানেই শেষ নয়, আমার ধারণা ভারত এশিয়া কাপও জিতবে। আর পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে আমি ভারতের হয়েই বাজি ধরব।’

‘তবে আমার ভারতের হয়ে বাজি ধরাতে পাকিস্তানের এমন কিছু ক্ষতি হবে না। ক্রিকেটীয় জাতি হিসেবে ওরা অসাধারণ। ওরা প্রতিনিয়ত মহাতারকা উপহার দিয়ে চলেছে।’

গেল বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারিয়েছিল। তবে পন্টিংয়ের অভিমত, এবার আর তা সম্ভব হবে না তাদের। কেন হবে না তাও তিনি জানালেন, ‘শুধু এশিয়া কাপ নয়, যে কোনো টুর্নামেন্টে ভারতকে হারানো চাট্টিখানি কথা নয়। টি-২০ বিশ্বকাপ নিয়ে আমরা যখনই কথা বলব, ভারতকে আলোচনায় রাখতেই হবে। অন্যান্য দলের থেকে ভারতের স্কোয়াডের গভীরতা অনের বেশি। সেকারণেই আমার মনে হয় ভারতই এশিয়া কাপ জিতবে।’

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে এশিয়া কাপ ২০২২-এর ম্যাচে লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। অঘটন না ঘটলে সুপার ফোরে আবার দেখা হবে দুই দলের। সমীকরণ মিলে গেলে ফাইনালেও দেখা মিলতে পারে এই মহারণের।

এনইউ