হাসান-মিরাজের পর এবাদতের জোড়া আঘাতে চোখে সর্ষেফুল দেখছে জিম্বাবুয়ে। ষষ্ঠ ওভারে পরপর দুই বলে ওয়েসলি মাধেভেরে এবং আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে সাজঘরের পথ চিনিয়েছেন প্রথম ওয়ানডে খেলতে নামা এবাদত হোসেন।

ষষ্ঠ ওভারে এবাদতের লাফিয়ে ওঠা বল ডিফেন্ড করতে গিয়ে পয়েন্টে মিরাজের তালুবন্দি হয়ে ফেরেন ১০ বল থেকে ১ রান করা মাধেভেরে। পরের বলেই আগের দুই ম্যাচে বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দেওয়া রাজার স্টাম্প উপড়ে ফেলেছেন এবাদত। টানা দুই ম্যাচে শতকের দেখা পাওয়া রাজা এদিন প্রথম বলেই ফিরেছেন কোনো রান না করেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্তবাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার শেষে ৪ উইকেট মোটে ৩১ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে জিম্বাবুয়ে।

এদিকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছে বাংলাদেশ। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফিফ হোসেন। ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে ৭১ বলে ৭৬ রান।

এইচএমএ