হোঁচট খেয়ে মাটিতে পড়লেন সতীর্থ, হেসে কুটিকুটি স্মৃতি মান্ধানারা
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে অল্পের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছেন স্মৃতি মান্ধানারা। তাতে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
তবে এমন ম্যাচেও ভারতের ডাগআউটে এক হাস্যকর মুহূর্ত ঘটে গেছে। যস্তিকা ভাটিয়ার কারণে সৃষ্ট সেই মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> এশিয়া কাপের আগে বিশাল ধাক্কা খেল ভারত
ঘটনাটা ঘটেছে ম্যাচের ১৯তম ওভারে। প্রথম বলে মেগান শাটের বলে বিদায় নেন রাধা যাদব। তখন ডাগ আউটে ভারতীয় দলের খেলোয়াড়দের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ ছিল স্পষ্ট। সেই মুহূর্তে ব্যাট করতে যাওয়ার কথা যস্তিকার।
ঠিক এমন সময় বাউন্ডারির স্কার্টিংয়ে পা জড়িয়ে হোঁচট খেয়ে মাঠেই হুমড়ি খেয়ে পড়েন তিনি। পেছনে ডাগ আউটে বসে থাকা স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কর, জেমিমা রডরিগেজরা হাসি চেপে রাখতে পারেননি, ফেটে পড়েন অট্টহাসিতে।
আরও পড়ুন>> দৌড়ের মাঝপথে অ্যাথলেটের অন্তর্বাস বিড়ম্বনা, বেরিয়ে এল বিশেষ অঙ্গ
এই ম্যাচে অবশ্য এমন ঘটনাই ঘটার কথা ছিল না, যস্তিকা যে ছিলেন না একাদশেই! কমনওয়েলথ গেমসের ফাইনালে তাকে ছাড়াই নেমেছিল তার দল। তবে তাকে মাঠে নামতে হয় তানিয়া ভাটিয়ার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে। ভারতের উইকেটরক্ষক তানিয়া কিপিং করার সময়ে মাথায় আঘাত পান। যে কারণে তার বদলে দলে ঢোকেন যস্তিকা।
তবে যস্তিকা সেই হোঁচটের পর ব্যাটিংয়ে নেমে তেমন কিছুই করতে পারেননি। যখন উইকেটে যাচ্ছেন, তখন ১১ বলে ১৭ রান দরকার ছিল তাদের। সেই সময় তিনি খেলেছেন ৫ বলে ২ রানের ইনিংস। বাঁহাতি স্পিনার জেস জোনাসনের বলে শেষ ব্যাটার হিসেবে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন যস্তিকা।
আরও পড়ুন>> বার্মিংহাম থেকে কোনিয়ার পথে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্য থেকে ১০ রান দূরে থাকতেই শেষ হয় ভারতের লড়াই। অস্ট্রেলিয়া জেতে ৯ রানে। বৃথা যায় হরমনপ্রীতের ৬৫, আর জেমিমার ৩৩ রানের লড়াকু দুই ইনিংস।
এনইউ