‘ব্র্যান্ড ক্রিকেট’- দেশের ক্রিকেটাঙ্গনে বেশ পরিচিত শব্দ। টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের আক্ষেপ ঘোচাতে পূর্বে এই ফরম্যাটের অধিনায়করা একাধিকবার উচ্চারণ করেছেন ‘ব্র্যান্ড ক্রিকেট’ কথাটি। পাওয়ার হিটিংয়ের যে চাহিদা, সেটি মিটছে না দীর্ঘদিন পরে এসেও। এজন্য নতুন করে দায়িত্ব পাওয়া অধিনায়ক নুরুল হাসান সোহান সেই পুরোনো বুলি আওড়ালেন। জানালেন, বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট উপহার দেবেন।

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা যেটা মুখে বলে বাস্তবায়ন করতে পারেননি, সেটি সোহান কতটা পারেন তার পরীক্ষা শুরু হবে কাল শনিবার (৩০ জুলাই) থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল।

আরও পড়ুন >> জিম্বাবুয়ে শিখতে যাননি, অজুহাত নেই নতুন অধিনায়কের

তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সোহান বললেন, ‘জিনিসটা আলাদা। আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব। এখানে একটা সুযোগ, বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত এ সংস্করণে ফল এসেছে, এমন ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় পেয়েছে মাত্র ১টি। সর্বশেষ উইন্ডিজ সফরেও উড়ে গেছে টাইগাররা। নিজেদের ব্র্যান্ড খুঁজে পাওয়া দূরের কথা, টি-টোয়েন্টির ধাঁধাটা ক্রমে আরও জটিলই হচ্ছে বাংলাদেশের কাছে। তার ওপর এবার দলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার।

আরও পড়ুন >> অতৃপ্তি নিয়ে জিম্বাবুয়েতে প্রস্তুত হচ্ছেন আফিফ-মুনিমরা

তবে স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি মানতে নারাজ সোহান, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশিরভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। আমরা ৬-৭ বছর ধরেই খেলছি। অভিজ্ঞরা আছে। দল নিয়ে খুশী। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি।’

টিআইএস/এইচএমএ