জিম্বাবুয়ে শিখতে যাননি, অজুহাত নেই নতুন অধিনায়কের
ভিন্ন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল। জাতীয় দলের ‘কথিত’ পাঁচ সিনিয়র ক্রিকেটার ছাড়া মাঠে নামবে টাইগাররা। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে একেবারেই ভালো করছে না লাল-সবুজের প্রতিনিধিরা। ভাগ্য ফেরাতে ‘তুলনামূলক’ তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জিম্বাবুয়ে সফরে কুঁড়ি ওভারের সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের।
সোহানের অধিনায়কত্বে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শনিবার (৩০ জুলাই) হারারেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ের আগে নতুন দলপতি আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন, তার এবং তার দলের ওপর যে চ্যালেঞ্জ আর চাপ, সেটি গ্রহণ করেছেন তিনি। সেখানে শিখতে যাননি, ফলাফল পক্ষে না এলে কোনো অজুহাত দেবেন না সোহান।
বিজ্ঞাপন
সোহান বলছিলেন, ‘অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী।’
সঙ্গে যোগ করেন সোহান, ‘আশা করি ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি।’
জুলাইয়ের শেষে বাংলাদেশের আবহাওয়া প্রচণ্ড গরম, উল্টো চিত্র জিম্বাবুয়েতে। হাড় কাপানো বাতাসে নিজেদের মানিয়ে নিতে মাত্র ২টি সেশন পেয়েছেন সোহানরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের বার্তা দিয়ে কন্ডিশনকেও অজুহাত হিসেবে দাঁড় করাবেন না টি-টোয়েন্টির নতুন অধিনায়ক।
সোহানের ব্যাখ্যা, ‘কন্ডিশন একটু আলাদা। আমরা অজুহাত দিতে চাই না। চ্যালেঞ্জ আছে। তবে আমরা সেটি নিতে চাই। তাদের কন্ডিশনে তারা ভালো দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। জিতে শেষ করতে চাই। আমরা সিরিজ জিততেই এসেছি, সেটিই মূল বিষয়।’
টিআইএস/এইচএমএ