ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট!
ওয়ানডে ক্রিকেট নিয়ে শেষ কিছু দিনে আলোচনা কম হচ্ছে না। রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, এরপর ওয়াসিম আকরাম পারলে ফরম্যাটটা বিলুপ্তই করে দিতেন। তেমন কিছু না বললেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা জানালেন, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরেই যাচ্ছে।
টি-টোয়েন্টির শুরুর দিকে ধারণা করা হচ্ছিল, টেস্ট ক্রিকেটকে গলাটিপে মারতেই বুঝি আগমন এর। তবে প্রায় দেড় যুগ পর এসে এখন সুরটা বদলে গেছে। টেস্ট নয়, এখন ওয়ানডেকেই দেখা হচ্ছে মৃতপ্রায় ফরম্যাট হিসেবে। অন্তত খাজার তেমনই মনে হচ্ছে। বরং তিনি মনে করেন, টেস্টই এখন আছে বহাল তবিয়তে।
বিজ্ঞাপন
সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এ কথা। খাজার ভাষ্য, ‘আমি মনে করি, ওয়ানডে এখন সব ফরম্যাটের মধ্যে সবার শেষে আছে।’
‘ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরেই যাচ্ছে। বিশ্বকাপ এখনো হয়, আমি মনে এতে মজাও হয় বেশ। তবে এর বাইরে ব্যক্তিগতভাবে এখানে খেলতে আমার ভালো লাগে না।’
খাজার মতে, ওয়ানডে ক্রিকেটের বিপরীত অবস্থা টেস্ট ক্রিকেটে। এখনো অনেক মানুষ টেস্টকে পছন্দ করেন বলে জানান তিনি। বলেন, ‘আমি যাদের সঙ্গে কথা বলি, তাদের অনেকেই এখনো টেস্টকে অনেক ভালোবাসেন। এটা আমার প্রিয় ফরম্যাট। আমি মনে করি, এখনো টেস্ট ক্রিকেটের উপস্থিতিটা শক্তিশালীই আছে। শিগগিরই এটা ক্ষয়ে যাবে বলে মনে হয় না। আমি মনে করি, টেস্ট আর টি-টোয়েন্টি দুটো ফরম্যাটেই খুব সহজে ভারসাম্য রক্ষা করা যায়। কিন্তু যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, ওয়ানডে ক্রিকেটে এমন কিছু করা যায় কি না, তাহলেই আপনি উত্তরটা পেয়ে যাবেন।’